বিশ্ব আলোকচিত্র দিবস ॥ বগুড়া ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী ও র‌্যালী

0 ১,৫৯৭

Photo mela Bogra 20 auguat 1দীপক সরকার: বিশ্ব আলোকচিত্র দিবস উপল্েয বগুড়া ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনীর শুক্রবার সকাল সাড়ে ৯টায় শহরের সাতমাথায় র‌্যালি ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, আলোকচিত্র এমন একটি শিল্প যা দিয়ে গোটা বিশ্বকে নাড়া দেওয়া সম্ভব। একটি ছবি সমগ্র বিশ্বে একই ভাষায় কথা বলে। ফটো সাংবাদিকরা ছবির মাধ্যমে সমাজের সঠিক চিত্র তুলে ধরে। একটি সংবাদ বিভিন্নভাবে পরিবেশন করা গেলেও ছবি কখনো ভিন্নভাবে প্রকাশের সুযোগ নেই। একটি ছবি সর্বদা সত্য কথা বলে।
এসময় তিনি আরো বলেন, গণমাধ্যমের প্রচার ও প্রকাশনার মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। দেশ জাতির উন্নয়নে সাংবাদিকদের অবদান গুরুত্বপূর্ন। সমাজের সঠিক চিত্র তুলে ধরতে হবে, এতে করে সকলেই উপকৃত হবে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে সামনের দিকে এগিয়ে নিতে তিনি সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।
বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- বগুড়া প্রেসকাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বিএফইউজের সহ সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, বগুড়া পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক সুলতান মাহমুদ খান রনি, দৈনিক উত্তরের খবরের সম্পাদক আব্দুস সালাম বাবু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক মমিনুর রশিদ সাইন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঠান্ডা আজাদ প্রমুখ।
ফটো সাংবাদিক বিমু রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসকাবের সভাপতি যাহেদুর রহমান যাদু, সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আখতারুজ্জামান, মিলন রহমান, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগরা, বিএফইউজের যুগ্ম মহাসচিব জিএম সজল, নির্বাহি সদস্য আরিফ রেহমান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সুরুতজ্জামান, সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলীসহ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ। দিনব্যাপী উক্ত আলোকচিত্র প্রদর্শনীতে ২০ জন ফটো সাংবাদিকের ৪০ টি ছবি স্থান পেয়েছে। শেষে বগুড়া ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন পরে এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.