বিয়ের জন্য কেমন পাত্র খুঁজছেন মুনমুন?

0 ৩২৭

নব্বই দশকের বাংলা সিনেমার জনপ্রিয় নায়য়িকা মুনমুন বিয়ের জন্য পাত্র খুঁজছেন। ২০০৩ সালে এক লন্ডন প্রবাসীকে বিয়ে করেছিলেন মুনমুন। ২০০৬ সালে বিচ্ছেদ হয় তাদের। প্রথম সংসারে মুনমুনের একটি সন্তানও রয়েছে। তারপর ২০১০ সালে ভালোবেসে রোবেন নামে এক মডেলকে বিয়ে করেন মুনমুন।

বিচ্ছেদের পর ভালোই আছেন বলে জানান মুনমুন। সন্তানের সঙ্গ নিয়ে তার সময় কাটে। বিচ্ছেদের অতীত ভুলে নতুন করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন মুনমুন। এরই মধ্যে দেশীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে মুনমুন জানান, মনের মতো গোছানো কোনো ভালো পাত্র পেলে এ বছর বা আগামী বছরের যে কোন সময় বিয়ের পিঁড়িতে বসতে রাজি আছেন।

এ বিষয়ে মুনমুন বলেন, বিয়ের পরিকল্পনা আছে। জীবন কারো জন্য থেমে থাকে না। জীবন চলবে জীবনের মতো।

মুনমুন মনে করেন, তরা জীবনে যা ঘটেছে তা অনেক শিল্পীর জীবনে ঘটে। সব শিল্পীর মতো তিনিও স্বপ্ন দেখেন জীবনটাকে সাজিয় রাখার। তাই ভবিষ্যতের ওপর ছেড়ে দিয়েছেন।

বিচ্ছেদের পর অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মুনমুন। কিন্তু সন্তানদের কথা চিন্তা করে সিদ্ধান্ত বদল করেচেন এ অভিনেত্রী। বর্তমানে তার হাতে রয়েছে তিনটি সিনেমা। সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এ নায়িকা।

Leave A Reply

Your email address will not be published.