বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।
বুধবার দুপুরে রাজধানীর বারিধারায় বি. চৌধুরীর বাসায় যান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম। পরে তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসিচবের পক্ষে শুভেচ্ছা কার্ড তুলে দেন এবং কুশল বিনিময় করেন। এরপর নেতৃদ্বয় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদের বাসায় গিয়ে তার হাতেও বাংলা নববর্ষের শুভেচ্ছা কার্ড তুলে দেন। ব্রেকিংনিউজ
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Next Post