বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে দু’জনের যাবজ্জীবন

0 ১২৫
নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে বীর মুক্তিযোদ্ধা হাতেম আলীর স্ত্রী মনোয়ারা বেগমকে হত্যার দায়ে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোর্টে পেসকার মোঃ মজিবুর রহমান।
বৃহস্পতিবার(১০ আগস্ট) দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ শরিফ উদ্দিন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিতি ছিলেন। সাজাপ্রাপ্তরা হলেন- মনিরুল ইসলাম ও মিঠু প্রাং।
নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, ২০২০ সালের ১৬ জানুয়ারি মুক্তিযোদ্ধা হাতেম আলী ফজর নামাজ পড়তে মসজিদে যান। মসজিদ থেকে ফিরে তার স্ত্রীর রক্তমাখা লাশ দেখতে পান। এ ঘটনায় ঐদিন হাতেম আলী বাদী হয়ে গুরুদাসপুর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ ২০২০ সালের ৩১ আগস্ট পাশের খলিফাপাড়া মহল্লার মনিরুল ইসলাম ও মিঠু প্রাং এবং খামার নাজকৈড় এলাকার নাহিদ ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এ রায় দেন।

Leave A Reply

Your email address will not be published.