বেনাপোলে ৬৫ হাজার মার্কিন ডলারসহ যুবক আটক

0 ৫৬৫

বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ৬৫ হাজার ৪শ’ মার্কিন ডলারসহ সজিব হোসেন নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার সময় বেনাপোল সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক সজিব হোসেন (২৮) শরিয়তপুর সদর উপজেলার বাচ্চু মিয়ার ছেলে। বেনাপোল চেকপোষ্টে স্থানীয় ইকবাল নামে একজন তাকে এই ডলার দেয় বলে জানায় সজিব ।

বিজিবি জানায়, গোপন সংবাদে বিজিবি জানতে পায়, এক যুবক বিপুল পরিমাণ ডলার নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি বেনাপোল বাজারের সোহাগ পরিবহনের সামনে অভিযান চালিয়ে সজিব নামে এক যুবককে আটক করে। পরে ক্যাম্পে নিয়ে তার লাগেজ তল্লাশি করে ৬৫ হাজার ৪শ’ মার্কিন ডলার পাওয়া যায়। বাংলাদেশি টাকায় যা প্রায় ৫৬ লাখ টাকা।

যশোর বিজিবি-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৬৫ হাজার ৪শ’ মার্কিন ডলারসহ সজিব নামে এক মুদ্রা পাচারকারী আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে ।

Leave A Reply

Your email address will not be published.