
উল্লেখ্য, গত সোমবার (২৮ অক্টোবর) সকালে বেনাপোল ছোট আঁচড়া বাইপাস রোডে বন্দর শ্রমিক আমদানিকৃত পাথর লোড-আনলোড করছিল।
এসময় পৌর কাউন্সিলর রাশেদের নের্তৃত্বে একদল সন্ত্রাসী কর্মরত ওই শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে আট শ্রমিক আহত হয়। এসময় শ্রমিকদের ব্যবহারিত চারটি মোটরসাইকেলও ভাংচুর করা হয়। প্রভাব বিস্তার করতে একটি পক্ষ বেনাপোল বাজার ও তালশারি মোড়ে তিনটি শক্তিশালী বোমার বিষ্ফোরণ ঘটায় বলেও জানা যায়।