ইকরামুল ইসলাম, বেনাপোল(যশোর)প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১২ হাজার মার্কিন ডলারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলো, বেনাপোল পোর্টথানার পুটখালী গ্রামের মহিউদ্দিনের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩৫) ও মোঃ শহিদুলের ছেলে আব্দুর রাজ্জাক (৪০)। পুটখালী ২১ বিজিবি ক্যাম্পের সুবেদার মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, পুটখালী মসজিদ বাড়ি চেকপোষ্ট থেকে ১২ হাজার মার্কিন ডলারসহ তাদেরকে আটক করা হয়েছে। তারা ভারত থেকে চোরাই পথে ডলার এনে পাচার করছিল বলে তিনি জানান।
ডলারসহ আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।