আলমগীর, বিনোদন : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী বেলাল খান নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে আসছেন। এতে শিমুল খান, মেঘলা, নাহিদ, সিনি স্নিগ্ধা ও সতেজসহ একসঙ্গে ১৫ জন মডেলকে দেখা যাবে। তারা বিভিন্নভাবে পারফর্ম করেছেন। মিউজিক ভিডিওটির নাম দেয়া হয়েছে ‘দোজখ’।
দ্বৈত এই মিউজিক ভিডিওতে বেলাল খানের পাশপাশি আরও কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরাকণ্ঠ শিল্পী বাঁধন সরকার, পূজা ও সোয়েব। গানটির গীতিকার সোমেশ্বর অলি, সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী এবং সুর করেছেন বেলাল খান নিজেই। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ফজলে রাব্বি। গানটি বেলাল খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে খুব শিগগিরিই প্রকাশিত হবে।
বেলাল খান জানান, মিউজিক ভিডিওটি আমার দ্বিতীয় একক অ্যালবামের গান। আগে এটি অডিও আকারে প্রকাশিত হয়েছিল। যেটি লেজার ভিশনের ব্যানারে বাজারে এসেছে। এবার আসছে এর মিউজিক ভিডিও। যেখানে পনেরো জন মডেলকে দিয়ে বিভিন্ন মনোরম লোকেশনে শুটিং করেছি। ইতোমধ্যে কাজগুলো শেষ পর্যায়ে। খুব শিগগিরই এটি প্রকাশিত হবে।