বেসরকারি শিক্ষক পদে নির্বাচিতদের তালিকা প্রকাশ
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : বেসরকারি স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষক পদে নির্বাচিত প্রার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। এর ফলে প্রায় এক বছর বন্ধ থাকার পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দ্বার খুলল।
রোববার বিকেল তিনটার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নির্বাচিত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।
নির্বাচিতদের তালিকা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে পাওয়া যাবে।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এএমএম আজহার উপস্থিত ছিলেন।