বোমা হামলা মামলার তদন্ত প্রতিবেদন ৮ জানুয়ারি
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : গুলশানে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বোমা হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে আগামী ৮ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এ দিন ধার্য করেন। আজ সোমবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালতের বিচারক নতুন এ দিন ধার্য করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে কর্মসূচি দেয়। নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে ২০ থেকে ৩০ হাজার মানুষ এতে অংশ নেন। এ সময় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করা হয়। এ ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও বিএনপি নেতা খন্দকার মাহবুবুর রহমানের বিরুদ্ধে নৌমন্ত্রী শাজাহান খান মামলা দায়ের করেন। ভিনিউজ।