ব্যাংক মাতাবেন মাহি
আলমগীর, বিনোদন : রোববার রিয়েলিটি শো ‘সেরাকণ্ঠ ২০১৭’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে । থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া এ আয়োজনে নাচবেন মাহিয়া মাহি।
নায়িকার সাথে নাচে সহশিল্পী হিসেবে থাকবেন ইভান শাহরিয়ার সোহাগ। নাচটির নৃত্যপরিচালকও সোহাগ।
সেরা নাচিয়ে থেকে বিভিন্ন সিজনে বিজয়ী হওয়া একদল নৃত্যশিল্পী সেখানে পারফর্ম করবেন। তারা হলেন হৃদি শেখ, সামিয়া অথৈ, পারসা ইভানা, সিনথিয়া ইয়াসমিন, মিম চৌধুরী, মন্দিরা ও রিয়া। গান পরিবেশন করবেন ‘সেরাকণ্ঠ’ থেকে উঠে আসা ইমরান ও কোনাল।
এ প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে আছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ ও মিতালী মুখার্জী। উপস্থাপনায় মারিয়া নূর। পরিচালনা করছেন ইজাজ খান স্বপন।
এবারের আসরের সেরা ৮ প্রতিযোগীরা হলেন স্মিতা, ফাতেমা, জনি, ঐশী, সুমনা, স্বপন, আদিবা ও তরিক।
এদিকে ১ ফেব্রুয়ারি থেকে মাহি অংশ নেবেন মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’ সিনেমার শুটিংয়ে। এতে তার বিপরীতে আছেন সাইমন। একই পরিচালকের ‘জান্নাত’-এও মাহি অভিনয় করেছেন। সিনেমাটি এ বছরই মুক্তি পাবে।