ব্রাজিল ও আর্জেন্তিনার জরিমানা
খেলাধুলা ডেস্ক : সমর্থকদের আচরণের শাস্তি পেল ব্রাজিল ও আর্জেন্তিনা৷ বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে সমর্থকদের বিদ্বেষমূলক আচরণের জন্য ব্রাজিল ও আর্জেন্তিনা ফুটবল ফেডারেশনকে জরিমানা করল ফিফা৷
এ নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয় বার জরিমানা হল ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশনের৷ কিছু দিন আগেও সমর্থকদের বিরূপ আচরণের জন্য জরিমানা হয় ব্রাজিলের৷ ফিফার তরফে জানানো হয়, গত মাসে নাটালে বিশ্বকাপ কোয়ালিফায়ারে ব্রাজিল-বলিভিয়া ম্যাচে ব্রাজিলীয় সমর্থকদের বিদ্বেষমূলক আচরণের জন্য ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশনকে ২৬ হাজার ডলার জরিমানা করা হয়েছে৷’ গত সেপ্টেম্বরে কলম্বিয়া-ব্রাজিল ম্যাচেও সমর্থকদের একই আচরণের জন্য শাস্তি পেয়েছিল নেইমারের দেশ৷ ব্রাজিল, আর্জেন্তিনা ছাড়াও জরিমানা গুণতে হচ্ছে চিলি, আলবেনিয়া, কসোভো, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, ইউক্রেন, প্যারাগুয়ে ও ইরানকে।