ব্রেক্সিট ব্রিফিং যুদ্ধে জড়াবে না ব্রিটেন
আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কমিশনের সঙ্গে ব্রেক্সিট ব্রিফিং নিয়ে যুদ্ধে জড়াবে না ব্রিটেন। ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট জ্য-ক্লদ জাংকারের সঙ্গে কথার লড়াইয়ের পুনরাবৃত্তি করতে চান না থেরেসা মে।
ইইউ সূত্রে বলা হয়েছে, ব্রিটেন আলোচনার প্রক্রিয়া সম্পর্কে ভুল বুঝেছে এবং ব্রাসেলস কিভাবে কাজ করেছে তা অবজ্ঞা করেছে। যার কারণে ব্রিটেনের ইইউ থেকে বের হয়ে যাওয়া নিয়ে কোনো চুক্তি হয়নি।
ব্রিটিশ হোম সেক্রেটারি আমবার রাড বলেন, আলোচনার পথটি সঠিক ছিল না কিন্তু ব্রিটেন সরল বিশ্বাসে আলোচনার জন্য প্রতিশ্রুতবদ্ধ।
ফ্রাঙ্কফার্দার অ্যালাইজমাইনের মতে, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট ইস্যু নিয়ে বেশ কয়েকবার জাংকারের সঙ্গে বিতর্ক করেছেন। গত বুধবারের ডিনারে মে বলেছেন, তিনি ব্রেক্সিটকে সফল করতে চান। কিন্তু জাংকার বলেছেন ব্রেক্সিট সফল হতে পারে না। কারণ হিসেবে তিনি উল্লেখ করে ব্রিটেন ছাড়া ইইউ’র বাকি সদস্য দেশগুলো এর বিরোধী। ব্রেকিংনিউজ