বড়দিনে মেলানিয়াকে গিফট দিতে ভুলে গেলেন ট্রাম্প!
আন্তর্জাতিক ডেস্ক : উৎসবের দিনেও স্ত্রীর কথা ভুলে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাইতো বড়দিনেও স্ত্রী মেলানিয়া ট্রাম্পের জন্য কোনও উপহার কেনা হয়নি ট্রাম্পের।
বুধবার বড়দিন উপলক্ষে টেলিকনফারেন্সে মার্কিন সেনাদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তখন ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, বড় দিনে স্ত্রীকে তিনি কি উপহার দিয়েছেন।
প্রশ্নটা শুনেই ট্রাম্পের মাথায় আকাশ ভেঙে পড়ে। তিনি ভুলেই গিয়েছিলেন বড় দিনে স্ত্রীর জন্য উপহার কেনার কথা।
ট্রাম্প বলেন, ‘এখনও কেনা হয়নি। ভুলেই গিয়েছিলাম ওকে উপহার দেয়ার কথা।’
তিনি আরও বলেন, ‘মেলানিয়ার জন্য শুধু একটা সুন্দর কার্ড কেনা হয়েছে। এর বেশি কিছু নয়। এখনও ভাবছি কিছু কেনার কথা, যদিও হাতে সময় খুব একটা নেই।’
গেল বছর স্ত্রীর জন্মদিনেও মেলানিয়াকে গিফট গিতে ভুলে গিয়েছিলেন ‘ভুলোমনা’ ট্রাম্প।