বড়াইগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

0 ১,২৩৭

natorএম এম আরিফুল ইসলাম, নাটোর : নাটোরের বড়াইগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে সাইফুল ইসলাম(২৮) নামে এক যুবকের মুত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিরাইল গ্রামে এই ঘটনাটি ঘটে। মৃত সাইফুল ইসলাম ওই গ্রামের গিয়াস উদ্দিন কাজীর ছেলে।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুল ইসলাম জানান, গত রাতে পারিবারিক কলহের জেরে সাইফুল ইসলাম অভিমান করে গ্যাস ট্যাবলেট খায়। এতে তিনি অসুস্থ্য হয়ে পড়লে তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করেন। বৃহস্পতিবার  চিকিৎসাধীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে তার মৃত্যু হয়। এই ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.