ভক্তের উপহারে নিজের ডায়েট চার্ট ভুলতে বসেছেন টলি নায়িকা
বিনোদন অনলাইন ডেস্ক : টলিউডে ডাকসাইটে নায়িকা তিনি৷ এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ সকলেই সুন্দরী তো বটেই তবে সেই সৌন্দর্য্য ধরে রাখতে কম কাঠখর পোড়াতে হয়না তাঁদের৷
রোজ ওয়ার্কআউট, বেশি করে জল খাওয়া, প্রপার ডায়েট চার্ট ফলো করা আরও কত কী৷ এই নিয়মে আর পাঁচটা অভিনেত্রীর মত নিজেকে মেনটেইন করতে তনুশ্রী চক্রবর্তীও কোন পন্থা বাদ না৷ তবে হঠাৎ কী এমন ঘটল যে ডায়েট চার্টকে এক্কেবারে ভুলতে বসলেন তিনি৷
প্রায় প্রতিজ্ঞা করে ফেললেন নো ডায়েট৷ কারণ হল একটি বাক্স৷ যা তনুশ্রীকে গিফ্ট করেছে তাঁর এক ফ্যান৷ বাক্স খুলতেই ডায়েট উঠল মাথায়৷ বাক্সটা ভর্তি করে সাজানো আম৷ যা দেখেই নিজের লোভ সামলাতে পারলেন না অভিনেত্রী৷
লাস্যময়ী ফ্যানবেস স্বাভাবিকভাবেই বিশাল৷ এক একজন এক একভাবে ইমপ্রেস করতে চায় স্বপ্নের নায়িকাকে৷ শত শত অনুরাগীর মধ্যে একজন সফল হল৷ বাক্স ভর্তি আম পাঠিয়ে৷
বক্স খুলতেই সারপ্রাউজড নায়িকা৷ একটি সাক্ষাৎকারে গোটা ঘটনার বিবরণ দিয়ে বললেন, “আমার একজন ফ্যান এই আমগুলো পাঠিয়েছে৷ বাক্স খোলার আগে ভাবতেও পারিনি যে এভাবে সারপ্রাইজড হব আমি৷ কিছুক্ষণের জন্য তো বুঝতেই পারছিলাম না কী করব৷ তবে বেশিক্ষণ অপেক্ষা করিনি৷ এক সেকেন্ডের মধ্যে একটা আম শেষ করে ফেললাম৷”
এরকম উপহারের কথা যেই ভাবুক না কেন, সে কিন্তু তনুশ্রীর পছন্দ-অপছন্দের ব্যাপারে বেশ ভালোই খবর রাখে৷ কারণ জানা গেছে, গরমকালে অভিনেত্রীর রাতের খাবার আম ছাড়া শেষই হয়না৷ ডিনার করে একটা আম তাঁর চাই ই চাই৷