ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বগুড়ার শেরপুরে ধর্মীয়সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

0 ৮৭৬

PIC Deb sherpur bogra 27 aug 2016 copyবগুড়া প্রতিনিধি: পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী তিথী উৎসব উপলক্ষে শুক্রবার রাতে বগুড়ার শেরপুরের দেব সৃষ্টি স্থিতি সংঘের আয়োজনে শহরের টাউন বারোয়ারী সান্যালবাড়ীর মাঠে বিশেষ ধর্মীয় আলোচনাসভা, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের মায়াপুরের শ্রী শ্যামানন্দ ব্র‏ক্ষচারী ।
শেরপুর দেবসৃষ্টি স্থিতি সংঘের সভাপতি গোপাল বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার সভাপতি গোবিন্দ বাগচী, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, হিন্দু বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদ শেরপুর উপজেলা শাখার সভাপতি বরেন্দ্রনাথ সান্যাল,টাউন বারোয়ারী দুর্গা উৎসব কমিটির সাধারণ সম্পাদক  রামকৃষ্ণ মোহন্ত,শ্রী শ্রী গোবিন্দ কাঙাল ভক্তবৃন্দের সভাপতি রনজিৎ কৈরী, স্যানালপাড়া সার্বজনীন কালিমন্দির কমিটির সভাপতি মন্টু বসাক। দেবসৃষ্টি স্থিতি সংঘের সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন মাইটিভি’র শেরপুর উপজেলা প্রতিনিধি শামীম সরকার বিদ্যুৎ, দেবসৃষ্টি স্থিতি সংঘের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ শর্মা, সুকেশ সরকার প্রমুখ। শেষে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী তিথী উৎসব উপলক্ষে অনুষ্ঠানে ধর্মীয় সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এর আগে গত বৃহস্পতিবার সকালে ওই সংঘের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভা যাত্রা, এবং শুক্রবার বিকালে শ্রীমদ্ভাগবত গীতাপাঠ, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনসহ বিভিন্ন কর্মসুচী পালিত হয়।

Leave A Reply

Your email address will not be published.