ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা নিয়ে চলছে ধোঁয়াশা

0 ৫৩০

ভারত ডেস্ক: স্থানীয় তথ্যানুসারে এই মুহূর্তে ভারতে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২,০৩২ জন। গত কয়েক ঘণ্টায় ৩৪ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সরাকারিভাবে আক্রান্তের সংখ্যা কম। মৃত্যু ৫০। কিন্তু ওয়ার্ল্ডোমিটারের দিচ্ছে ভিন্ন তথ্য, সেখানে ভারতে মৃতের সংখ্যা বলা হয়েছে ৭২, আর আক্রান্ত ২,৫৪৩।

ফলে, বিশ্বের সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত দেশগুলির প্রাথমিক দিনগুলির ধাঁচেই এগিয়ে চলেছে ভারতে আক্রান্তের গ্রাফ।

১২-১৩ মার্চ নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক যেখানে সংখ্যার নিরিখে ছিল, সেখানেই দাঁড়িয়ে ভারত। ফলে আগামী কয়েকদিন ভারতবাসীর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য।

এদিকে, সারা বিশ্বে বাড়ছে আক্রান্তের সংখ্যা সেই সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এই মুহূর্তে ৫৩,২১৬। কোভিড – নাইন্টিন পজিটিভের সংখ্যা ১,০১৫,৮৫০। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন ২,৪৫,১৮৪ জন।

Leave A Reply

Your email address will not be published.