প্রেস বিজ্ঞপ্তি: ভারতে উন্নত চিকিৎসা শেষে নিজ কার্যালয়ে যোগ দেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। রোববার (১২ মার্চ) উন্নত চিকিৎসা শেষে এমাসের ৬ তারিখে বাংলাদেশে ফিরে আসেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মীর ইকবাল।
প্রায় ১৮দিন পর রোববার সকালে নিজ কর্মস্থল রাজশাহী জেলা পরিষদে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান ও সহকারী প্রকৌশলী এজাজুল আলম সহ সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
কর্মস্থলে ফিরেই ব্যস্ততার মধ্যে দিয়ে দিন পার করলেন তিনি। এসময় জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কমিউনিটি ব্যাংক এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আব্দুল আজিজ। সৌজন্য সাক্ষাৎকালে জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ব্যাংক কর্মকর্তা।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারী মাসের ২৩ তারিখে উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মীর ইকবাল।