ভার্চুয়াল নয়, সরাসরি হবে বই মেলা: সংস্কৃতি প্রতিমন্ত্রী

0 ৪০০

ভার্চুয়াল নয়, বই মেলা আগের মতোই সরাসরি হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, অমর একুশে গ্রন্থমেলা আয়োজন করা হচ্ছে। তবে তারিক নির্ধারিত হয়নি। মেলা আয়োজনে তিনটি তারিখ প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে সংস্কৃতি মন্ত্রণালয়।

রবিবার (১৭ জানুয়ারি) দুপুরে বাংলা একাডেমিতে লেখক-প্রকাশকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে পহেলা ফেব্রুয়ারিতে মেলা শুরু করতে পারছি না। আজকে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বই মেলা ভার্চুয়াল নয়, সরাসরি হবে। করোনা সংক্রমণ ও মৃত্যু হার কমছে। পরিস্থিতি আরও স্বাভাবিক হলে আমরা আয়োজন করবো। যা আগামী ২০ ফেব্রুয়ারি, ১৭ ও ২৭ মার্চ হতে পারে। অথবা প্রধানমন্ত্রী নিজে তারিখ নির্ধারণ করে দিবেন।

সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী বলেন, প্রধানমন্ত্রীর সম্মতির ওপর নির্ভর করছে আগামী ২০ ফেব্রুয়ারি মেলা শুরুর বিষয়টি। প্রধানমন্ত্রী সম্মতি দিলে আমরা বিশেষ ব্যবস্থাপনায় মেলা শুরু করবো।

Leave A Reply

Your email address will not be published.