ভালোবাসা দিবসে স্নিগ্ধার প্রথম

0 ১,৬৫৩

বিনোদন ডেস্ক : সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্নিগ্ধা মোমিন ক্যারিয়ারে প্রথমবারের মতো অভিনয় করলেন ভালোবাসা দিবসের বিশেষ নাটকে। প্রযোজনা সংস্থা পথিক ও ব্লাক এন্ড হোয়াইট প্রযোজিত এবং অনন্য ইমন পরিচালিত এখনো নাম চূড়ান্ত না হওয়া এই নাটকটিতে স্নিগ্ধাকে দেখা যাবে আরেক জনপ্রিয় অভিনেতা সজলের বিপরীতে। এ প্রসঙ্গে স্নিগ্ধা বললেন,”ভালোবাসা দিবসের বিশেষ নাটকে এর আগে অভিনয় করা হয়নি। খুব স্বাভাবিকভাবেই ভালো লাগছে নাটকটিতে অভিনয় করতে। নাটকটির গল্প বেশ মিষ্টি। আমার কাছে মনে হয়েছে ভালোবাসা দিবসে নাটকটি দর্শকদের বেশ ভালোই লাগবে।” এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এখন চলছে সম্পাদনার কাজ। আসছে ভালোবাসা দিবসে নাটকটি একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচারিত হবে।

Leave A Reply

Your email address will not be published.