ভূমি ও গৃহহীন ৬৬১৮৯ পরিবার ঘর ও জমি পাবে আগামীকাল

0 ৬৮৮

মুজিববর্ষ উপলক্ষে আগামী শনিবার সারা দেশে ভূমি ও গৃহহীন ৬৬ হাজার ১৮৯টি পরিবারকে ঘর ও জমি হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস আরো জানান, প্রতিটি পরিবার দুই শতক জমির ওপরে প্রায় পৌনে দুই লাখ টাকা ব্যয়ে নির্মিত আধাপাকা টিনশেড ঘর পাবে। ইতোমধ্যে জমি সুবিধাভোগীদের রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে। সেখানে বিদ্যুৎ ও পানি সুবিধা রয়েছে এবং বসবাসকারীদের জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

 

দেশে প্রায় নয় লাখ গৃহহীন ও ভূমিহীন রয়েছে জানিয়ে মুখ্য সচিব বলেন, এদের সবাইকে আশ্রায়নের আওতায় আনতে সর্বোচ্চ দুই বছর সময় লাগতে পারে। আর সমাজের সম্পদশালীরা এই উদ্যোগে হাত মেলালে আরো আগে লক্ষ্য অর্জিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

Leave A Reply

Your email address will not be published.