ভোলাহাটে  আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

0 ১২৩
ছবিক্যাপশন-ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃংখলা কমিটির সভায় উপস্থিত সকল অতিথি ও সুধীজনের ছবি।

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এলক্ষ্যে ১০জুলাই ২০২৩ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম’র সার্বিক তত্বাবধানে উপস্থিত ছিলেন,

উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ্ দবির, ভোলাহাট থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আবু ইকবাল পাশা, উপজেলা আওয়ামলীগ সহসভাপতি মোঃ আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ্, ইউপি চেয়ারম্যান মোঃ পিয়ারজাহান, আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু ও মোঃ আফাজ উদ্দিন পানু মিয়া,

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মাহবুব হাসান, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, সমাজসেবা অফিসার নাসিম উদ্দিন, জেলা পরিষদের সদস্য ও প্রধান শিক্ষক মোসাঃ হোসনে আরা পাখি, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার মোঃ শাহাদাত হোসাইনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিজিবি কোম্পানী কমান্ডারগণ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা উপজেলার মাদক নিয়ন্ত্রণ করতে বিশেষ করে ৩নং দলদলী ইউনিয়নে আমবাগানগুলিতে মাদক ব্যবসা ও তাস’র জুয়া খেলা নিয়ন্ত্রণের এখনই মখ্যম সময়। আর এসময়ে নিয়ন্ত্রণে আনলে ভবিষ্যতে মারাত্বক ধরণের পরিস্থিতির শিকার হতে হবে। জবাবে উপজেলা আইন-শৃংখলা প্রশাসনের ওসি(তদন্ত) বলেন, সভায় উপস্থিত আপনাদের সহযোগিতা নিয়ে উপজেলার সকল মাদক ব্যবসায়ী, বাল্য ও বহুবিবাহরোধ কল্পে ভূমিকা অক্ষুন্ন রাখা সম্ভব বলে তিনি জানান।

Leave A Reply

Your email address will not be published.