বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: ভোলায় পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এতে ১০ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত শতাধিক লোক। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
রবিবার (২০ অক্টোবর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- কলেজছাত্র মো. শাহিন, মাদরাসাছাত্র মাহবুব, মাহফুজ (৪৫) ও মিজান (৫০)।ব্রেকিংনিউজ
ভোলা জেলা পুলিশ সুপার (এসপি) সরকার মো. কায়সার বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানায়, হযরত মোহাম্মদ (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে গতকাল শনিবার বিপ্লব বিশ্বাস নামে এক যুবককে আটক করে বোরহানউদ্দিন থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার রবিবার সকালে মুসল্লি ও গ্রামবাসীরা ঐক্যবদ্ধভাবে থানা ঘেরাও করে। পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। তখন ঘটনাস্থলেই ৪ জনের প্রাণহানি হয়। গুলিবিদ্ধ হয় আরও অন্তত ৯ জন।
আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
এ সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ প্রতিবেদন লিখা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে।