মগবাজারে গ্যারেজের আগুনে শিশুসহ নিহত ৩

0 ৩৯১

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: রাজধানীর মগবাজারে দিলু রোডে একটি পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ড ঘটেছে। সেখান থেকে শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এই আগুনে দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচজন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এই আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার মো. এরশাদ ব্রেকিংনিউজকে জানান, আগুনে দগ্ধ হয়ে ও ধোঁয়ায় আহত পাঁচজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, তিনজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। আর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পাঁচজন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত এবং হাসপাতালে চিকিৎসাধীনদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com