মতিউর-আনিসুলসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

0 ৩৬৭

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: প্রথম আলোর কিশোর সাময়িকী ‘কিশোর আলোর’ বর্ষপূর্তি অনুষ্ঠানে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নাইমুল আবরার রাহাত মৃত্যুর ঘটনায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সহযোগী সম্পাদক আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কাউসারুল ইসলাম তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জারি করেন।

এদিন ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির এই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় প্রতিবেদন দাখিল করে পুলিশ। আবরারের মৃত্যুর ঘটনায় কিশোর আলো কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে মর্মে আদালতে প্রতিবেদনে উল্লেখ্য করা হয়।

মামলাটির তদন্ত কর্মকর্তা রাজধানীর মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. আব্দুল আলিমের দাখিল করা প্রতিবেদন আমলে নিয়েই অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কাউসারুল ইসলাম গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, গত বছরের ১ নভেম্বর বিকালে কিশোর আলোর এক অনুষ্ঠান চলাকালে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আবরার বিদ্যুৎস্পৃষ্ট হয়। এই ঘটনায় ওই স্কুলে থাকা জরুরি মেডিক্যাল ক্যাম্পে দুজন চিকিৎসক ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন আবরারের বাবা মজিবুর রহমান। আবরারের মৃত্যুতে প্রথম আলো কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করা হয়। বাদীর জবানবন্দি গ্রহণ করে আবরারের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশও দিয়েছিলেন আদালত।

Leave A Reply

Your email address will not be published.