মধ্যরাতে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, রোহিঙ্গা যুবক নিহত

0 ১,৫৮৪

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। আবদুর রশিদ খোরশেদ (৩০) নামের নিহত ওই যুবক মাদক কারবারি বলে দাবি করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) মধ্যরাতে রামু উপজেলার জোয়ারিয়ানালা রাবার বাগান এলাকায় কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত খোরশেদ কুতুপালং রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা মৃত নজির আহমদের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মানস বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে একটি মোটরসাইকেলযোগে ইয়াবার চালান পাচার হচ্ছে। এ সময় জেলা ডিবি পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেল রামুর জোয়ারিয়ানালা এলাকায় পৌঁছালে তাকে থামানোর সংকেত দেয় পুলিশ। কিন্তু না থেমে সে ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে ডিবিও গুলি চালায়।

পরে ঘটনাস্থল থেকে এসব ইয়াবাসহ তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ সময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার ইয়াবা ও ১টি মোটরসাইকেল এবং ১টি দেশীয় এলজি উদ্ধার করা হয়েছে বলে ডিবি পুলিশ দাবি করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান মানস বড়ুয়া।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com