মনোনয়নপত্র জমা দিলেন ৫ বিএনপি নেতা
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল, বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ ও সাবেক সাংসদ মেজর (অব) আখতারুজ্জামান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি সভাপতি এম এ কাইয়ুম। উল্লেখ্য, কাইয়ুমের পক্ষে মনোনয়ন পত্র জমা দেন বজলুল বাসিত আঞ্জুম।
সোমবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কাছে তারা ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মনির হোসেন ও নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।
রবিবার ১০ হাজার টাকায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি থেকে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী এই পাঁচ নেতা। ব্রেকিংনিউজ