মহাদেবপুরে গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও গাছের চারা বিতরণ

0 ১৪৭

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর এবং গাছের চারা বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুলতান হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা আনসার ভিডিপি অফিসার সেলিনা আক্তার।

Leave A Reply

Your email address will not be published.