মহাদেবপুরে ডাসকো ফাউন্ডেশনের অহিংসা প্রকল্পের উদ্যোগে সম্প্রীতি মেলা 

0 ৯৭

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সাম্প্রদায়িক সম্পীতি রক্ষার প্রত্যয় নিয়ে সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ডাসকো ফাউন্ডেশনের অহিংসা প্রকল্প ও নেট্জ বাংলাদেশের সহযোগিতায় সিভিল সোসাইটি অর্গানাইজেশনের উদ্যোগে জেলা পরিষদ ডাকবাংলো চত্ত্বরে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

এদিন সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন। সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অহিংসা প্রকল্পের সভাপতি দীপঙ্কর লাকড়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোকনুজ্জামান মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, মুক্তিযোদ্ধা অজিত মন্ডল, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইনুল হোসেন, শালবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমান, ডাসকো ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অডিনেটর মো. এব্রাহিম খলিল প্রমূখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডাসকো ফাউন্ডেশনের ট্রেনিং ও এ্যাডভোকেসি অফিসার ফিরোজা খাতুন, শান্তি সহায়ক আনন্দ শীল, সন্ধ্যা রায়, মরিয়ম আক্তার, এমদাদুল হক, প্রজেক্ট এ্যাকাউন্ট্যান্ট মো. সাব্বির আহম্মেদ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ক্ষুদ্র নৃ গোষ্ঠীরসহ বিভিন্ন জাতিধর্মের লোকজন।

দিনব্যাপী এ মেলায় ডাসকোর অহিংসা প্রকল্পের প্রশিক্ষণ প্রাপ্ত শিল্পীদের পরিবেশনায় মুক্তিযুদ্ধ, বাল্য বিবাহ ও মাদক বিরোধী সচেতনতা মূলক নাটক পরিবেশনসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ মেলায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ঐতিহ্যবাহী উপকরণ প্রদর্শনসহ বিভিন্ন পারিবারিক সামগ্রী, পিঠাপুলি ও বিভিন্ন পণ্যের দোকান বসে।

Leave A Reply

Your email address will not be published.