মহাদেবপুরে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

0 ৭৫

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি- বেসকারি শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। এ উপলক্ষে বেলা ১২ টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য গোলাম নূরাণী আলাল, মুক্তিযোদ্ধা বদিউজ্জামান, ডা. মজিবর রহমান,বাবুল ব্যানার্জী, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক বকুল, বাবুল চন্দ্র ঘোষ, জাহাঙ্গীর আলম তোতা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, জেলা আওয়ামীলীগের সদস্য অজিত কুমার মন্ডল, সাবেক জেলা পরিষদ সদস্য রাজিয়া সুলতানা, খাজুর ইউপি চেয়ারম্যান মো. বেলাল উদ্দীন, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, রাইগাঁ ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান সরদার প্রমূখ।

অপর দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. আব্দুল মালেক, কৃষি অফিসার হুসেইন মোহাম্মদ এরশাদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহসান। আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, যুব উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আক্তার অপু, তথ্য অফিসার শামিমা আক্তার প্রমূখ। অনুষ্ঠানে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদত বরনকারী সকলের আত্ত্বার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এর আগে মডেল স্কুল মোড়ে বঙ্গবন্ধুর বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ এবং সদর ইউনিয়ন পরিষদ।

Leave A Reply

Your email address will not be published.