মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। উপজেলা পরিষদ ভবনের সামনে শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বৃক্ষরোপণ শেষে উপজেলা পরিষদ হলরুমে স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মালেক, উপজেলা কৃষি অফিসার হুসাইন মোহাম্মদ এরশাদ, থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আক্তার অপু।
এ সময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।