বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : নওগাঁর মহাদেবপুর উপজেলার রামচরনপুর গ্রামে সাপের কামড়ে কাপড় ব্যবসায়ী বেলাল হোসেন (২৬) ও মৌসুমী আক্তার (২১) স্বামী-স্ত্রীর একই সাথে মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ঘুমানোর কোন সময় বেলাল হোসেন ও মৌসুমী আক্তারকে সাপে কামড় দেয়।
পরে তারা জানতে পেরে চিৎকার করলে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে ভোরে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই বেলালের পরিবারের সদস্যরা সাপটি আটক করেন।
স্থানীয়রা আরোও জানান, মাসখানেক আগে একইভাবে বেলালের বাবা সিরাজউদ্দিনও সাপের কামড়ে মারা। এ ঘটনার পর থেকে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।