মানুষ পুড়ছে পেঁয়াজের আগুনে, শেখ হাসিনা করছেন রঙ্গরস: রিজভী

0 ৩২৩

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন- ‘আর চিন্তা নেই, পেঁয়াজ বিমানে উঠে গেছে’। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমানে চড়ে আসা  পেঁয়াজ ইমিগ্রেশন পার হয়ে এখনও বাজার পর্যন্ত পৌঁছুতে পারেনি। পেঁয়াজ নিয়ে শেখ হাসিনা দেশে-বিদেশে রঙ্গরস করলেও সাধারণ মানুষ পুড়ছে সেই পেঁয়াজের দামের আগুনে। স্বল্প আয়ের মানুষ আজ পেঁয়াজ আতঙ্কে দিশেহারা।’

মঙ্গলবার (২৬ নভেম্বর) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ‘সরকারের আশ্রয়-প্রশ্রয়েই পেঁয়াজ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে।’ব্রেকিংনিউজ

এর আগে গত বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় পাকিস্তানের করাচি থেকে ৮২ টন পেঁয়াজ নিয়ে একটি কার্গো বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। এর পর প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও পেঁয়াজের বাজারে এখনও অস্থিরতা কমেনি। বরং নতুন করে আবারও দাম বাড়তে শুরু করেছে।

এ প্রসঙ্গে রিজভী বলেন, ‘পেঁয়াজের কেজি ২৬০-২৭০ টাকার নিচে নামছে না। সরকার বলেছে দেড় লাখ টন পেঁয়াজ আমদানি করা হবে। কিন্তু যতই বিমান দেখাক, পেঁয়াজ আমদানির কথা বলা হতো- এগুলো আসলে কানাকে হাইকোর্ট দেখানোর মতো।’

ব্যবসায়ী সিন্ডিকেটের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আজ এটা দিবালোকের মতো স্পষ্ট যে, সরকারের আশ্রয়-প্রশ্রয়েই পেঁয়াজের সিন্ডিকেট ও মজুতদাররা বাজারে আগুন দিয়ে জনগণের পকেট কাটছে।’

এসময় তিনি রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের প্রধান কার্যালয়ে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দ্বিতীয় দিনের মতো ৩৭ জন শীর্ষ পেঁয়াজ আমদানিকারককে জিজ্ঞাসাবাদের কথা উল্লেখ করেন।

আমদানিকারকদের স্বীকারোক্তির কথা জানিয়ে রিজভী বলেন, ‘জিজ্ঞাসাবাদে আমদানিকারকরা জানিয়েছেন, বিদেশ থেকে যেসব পেঁয়াজ আমদানি করা হচ্ছে সেগুলোর দাম গড়ে ৩৮ টাকা কেজি। সেগুলোই বাজারে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৬০ টাকা কেজি দরে। এই পেঁয়াজ সিন্ডিকেটের সঙ্গে সরকারের গিলে খাওয়া সরীসৃপরা জড়িত।’

এসময় পেঁয়াজের পাশাপাশি চাল-লবণ ও শাক-সবজির দাম বাড়ার কারণ হিসেবে বর্তমান সরকারের ব্যর্থতাকেই দায়ী করেন রিজভী।

সংবাদ সম্মেলনে আরও ‍উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.