‘মারজাভান’র মুক্তি এক সপ্তাহ পেছাল

0 ৭৫১

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সিদ্ধার্থ-রিতেশ জুটির নতুন সিনেমা ‘মারজাভান’ ৮ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সিনেমাটি এ তারিখে মুক্তি পাচ্ছে না। এক সপ্তাহ পিছিয়ে ১৫ নভেম্বর এর নতুন তারিখ ঠিক করেছেন নির্মাতা।

৮ নভেম্বর আয়ুষ্মান খুরানা অভিনীত ‘বালা’ সিনেমাটির মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। তাই সংঘর্ষ এড়াতে ‘মারজাভান’ প্রেক্ষাগৃহে আসবে এর এক সপ্তাহ পরে, এমনটিই জানানো হয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

‘এক ভিলেন’র পর আবারও এই সিনেমায় দেখা যাবে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও রিতেশ দেশমুখকে।

গত মাসে ‘মারজাভান’র ট্রেলার প্রকাশ পেয়েছে। ৩ মিনিট ১৫ সেকেন্ডের ট্রেলারে রিতেশ দেশমুখকে খলচরিত্রে পাওয়া গেছে। যে কিনা নায়ক সিদ্ধার্থ মালহোত্রার নানাভাবে ক্ষতি করার চেষ্টা করেন। এছাড়া প্রকাশ পেয়েছে সিনেমাটির একটি সংলাপ প্রোমো।

এতে সিদ্ধার্থের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন তারা সুতরিয়া। আরও রয়েছেন রাকুল প্রীত সিং।

টি সিরিজ ও এমি এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘মারজাভান’ নিজের চিত্রনাট্যে পরিচালনা করেছেন মিলাপ জাভেরি। এর আগে তিনি ‘সত্যমেব জয়তে’ ও ‘মাস্তিজাদে’ নির্মাণ করে খ্যাতি পেয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.