মাশরাফি ‘বাঘের বাচ্চা’: ভাবনা

0 ৯৬০

বিনোদন ডেস্ক : চলছে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ সিরিজ। মাঠে খুব ভালো পারফর্ম করতে না পারলেও টাইগারদের সঙ্গেই আছেন ভক্তরা। টাইগারদের ভক্তের তালিকায় অনেক তারকারাও আছে। ক্রিকেটার মাশরাফির একনিষ্ঠ ভক্ত ছোটপর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

তিনি জানিয়েছেন, আমার প্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। তাঁর সঙ্গে বেশ কবার দেখা হয়েছে আমার। আমার ভালো লাগার কথা তাঁকে জানিয়েছিও। বিশেষ করে সেলিব্রিটি ক্রিকেট লীগে খেলার সময় তাঁর সঙ্গে টুকটাক কথাও হয়েছে।চেহারার পাশাপাশি আমি আমার পছন্দের হিরোদের আরও কয়েকটি বিষয়কে গুরত্ব দেই। যেমন তাঁর ব্যক্তিত্ব, হাঁটা চলা।

তিনি আরও জানিয়েছেন, সত্যি বলতে মাশরাফি মানুষটাকেই আমার পছন্দ। আমরা অনেকেই আসলে খুব বেশি দেশপ্রেমিক না। মাশরাফিই আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন। মাশরাফিকে দেখলেই বোঝা যায় তিনি ‘বাঘের বাচ্চা’। মাঠে এগারজন প্লেয়ারকে ঠিকঠাক আগলে রাখে। সূত্র-লেটেস্টবিডিনিউজ

Leave A Reply

Your email address will not be published.