মা হলেন শ্বেতা

0 ৮৫০

shweta-tiwari-300x283আলমগীর, বিনোদন ডেস্ক : ছোটপর্দার এই বিখ্যাত অভিনেত্রী শ্বেতা তিওয়ারি অনেক দিন ধরেই ট্রেন্ডিং নিউজের তালিকায় নিজের নামটি তুলে ফেলেছিলেন। দ্বিতীয় মাতৃত্বের সৌজন্যে। তিনি মা হতে চলেছেন, তার সাধ ইংরেজিতে যাকে বলে বেবি শাওয়ার তা কীরকম হল- এই সমস্ত খবর পৌঁছে যাচ্ছিল ভক্তদের কাছেও। সেই সব পেরিয়ে এসে এবার চূড়ান্ত খবর- মা হয়েছেন শ্বেতা তিওয়ারি। নভেম্বরের শেষের দিকে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছোটপর্দায় ভক্তরা শ্বেতার মাতৃমূর্তি দেখেছেন। সেই ভাবমূর্তিতে তারা শ্বেতাকে দেখেছেন বাস্তবেও। প্রাক্তন স্বামী রাজ চৌধুরির থেকে পাওয়া মেয়ে পালকের সৌজন্যে। কিন্তু সেই মাতৃত্বে কোথাও একটা লেগেছিল বিষাদের দাগও। রাজের সঙ্গে শ্বেতার বিবাহবিচ্ছেদের জন্য। এবার খবর সম্পূর্ণতই আনন্দের। বিবাহবিচ্ছেদের পরে পাক্কা তিন বছর প্রেম করে ফের সংসার পেতেছেন শ্বেতা অভিনেতা অভিনব কোহলির সঙ্গে। তাদের প্রথম সন্তান এবার জন্ম নিল ২৭ নভেম্বর। ফলে, ট্রেন্ডিং নিউজের তালিকাতেও ফের ভেসে উঠলেন অভিনেত্রী।

Leave A Reply

Your email address will not be published.