মিমির সিদ্ধান্ত
বিনোদন ডেস্ক : জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী ব্যক্তিগত জীবনে পরিচালক রাজের সঙ্গে প্রেমের সম্পর্কের সমাপ্তি হয়েছে তার। কিন্তু এ নিয়ে ক্যারিয়ারে কোনোরকম প্রভাব পড়তে দেননি ‘যোদ্ধা’ খ্যাত নায়িকা। বর্তমানে একের পর এক নতুন ছবিতে কাজ করছেন মিমি। গেলো বছরে মিমির ব্যক্তিগত জীবনে রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ভাঙন ঘটে। কিন্তু সেসব নিয়ে কোনো কথা বলতে চান না তিনি। অতীত ভুলে নতুনভাবে আগামী দিনে পথচলার প্রত্যয় ব্যক্ত করেছেন। এখন শুধু ক্যারিয়ার ফোকাস করতে চান মিমি। এদিকে আগামী ১২ মে মিমি অভিনীত ‘পোস্ত’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এতে তার সঙ্গে জুটি হয়েছেন যীশু সেনগুপ্ত। ছবিটি নিয়ে ভীষণ আশাবাদী তিনি। এখন ক্যারিয়ার নিয়েই তার সব ব্যস্ততা। কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে চান এমন সিদ্ধান্ত নিয়েছেন মিমি।