মিম-জিতের সুলতান

0 ১,০৪৫

আলমগীর,বিনোদন :
রাজা চন্দ পরিচালিত সিনেমাটির নাম ‘সুলতান’ বিদ্যা সিনহা মিম এবার অভিনয় করবেন কলকাতার জিতের বিপরীতে।এটি ঈদুল ফিতরকে টার্গেট করে বানানো হচ্ছে।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হবে। প্রযোজক হিসেবে থাকছে জাজ মাল্টিমিডিয়া ও ভারত থেকে জিত’স ফিল্ম ওয়ার্কস।

বৃহস্পতিবার রাতে মিম ‘সুলতান’-এ চুক্তিবদ্ধ হন। সিনেমাটি নিয়ে মিম বলেন, ‘জিতের অনেক সিনেমাই আমি দেখেছি। তার একজন ভক্ত বলতে পারেন আমাকে। আশা করছি, আমার ক্যারিয়ারে এ সিনেমাটি নতুনমাত্রা যোগ করবে।’

মিম জানালেন, ‘সুলতান’র শুটিংয়ের জন্য ২০ ফেব্রুয়ারি কলকাতা যাচ্ছেন। এপ্রিল পর্যন্ত তার শিডিউল দেওয়া।

তিনি আরো জানান, ২৩-২৮ ফেব্রুয়ারি প্রথম লটের শুটিং। এরপর মার্চের প্রথম সপ্তাহ থেকে পর্যারক্রমে ভারত, থাইল্যান্ড ও বাংলাদেশে শুটিং হবে।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com