মিলেনিয়াম টেলিভিশনের জন্ম দিন পালিত

0 ২,১৪২

rajshahi-pic-02রাজশাহী অফিস : মিলেনিয়াম টেলিভিশন ৩য় বছর পেরিয়ে ৪র্থ বর্ষে পর্দাপণ করায় রাজশাহী অফিসে কেক কেটে জন্ম দিন পালিত হয়।
শনিবার বেলা ১২ টার দিকে রাজশাহী মহানগরীর শিরোইলস্থ দৈনিক রাজশাহী প্রতিদিন পত্রিকা অফিসে মিলেনিয়াম টেলিভিশন ৩য় বছর পেরিয়ে ৪র্থ বর্ষে পর্দাপণ করায় কেক কেটে জন্ম দিন পালিত হয়। কেক কাটেন মিলেনিয়াম টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রধান এবং দৈনিক রাজশাহী প্রতিদিন পত্রিকার সম্পাদক বিজয় ঘোষ, সাংবাদিক নাজমুল ইসলাম, অজয় ঘোষ, আশরাফুল ইসলাম, আজিজুল হক, প্রসেনজিৎ কুমার ঘোষ, খাইরুল ইসলাম, বাবু, স্বপন ও ব্যবসায়ী নুর হোসেন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.