মিসিসিপিতে টর্নেডোর আঘাত, নিহত ২৩

0 ২৩৫
টর্নেডোর প্রতীকী ছবি রয়টার্সের

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডোর আঘাতে ২৩ জন নিহত হয়েছে। দেশটির স্থানীয় গতকাল শুক্রবার (২৪ মার্চ) রাতে এ টর্নেডো আঘাত হানে। অনেক মানুষ ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে আটকে রয়েছে। আজ শনিবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ব্রিটিশ সংবাদ মাধ্যমটি বলছে, মিসিসিপির কয়েক গ্রামীণ শহরে আঘাত হেনেছে টর্নেডো। এতে লণ্ডভণ্ড হয়ে গেছে ওসব শহর। গাছ উপড়ে বৈদ্যুতিক লাইন ছিঁড়ে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজ্যটির ১০ হাজারেরও বেশি বাসিন্দা।

দেশটির দক্ষিণের বেশ কয়েকটি শক্তিশালী ঝড়ের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে বিবিসি। গণমাধ্যমটি বলছে, মিসিসিপির বেশ কয়েকটি জায়গায় টর্নেডোর সঙ্গে গলফ বলের সমান শিলাও পড়েছে।

পশ্চিম মিসিসিপির ছোট শহর রোলিং ফোর্কের এক বাসিন্দা জানিয়েছেন, টর্নেডোতে তার বাড়ির জানালা উড়ে যায়। শহরটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রোলিং ফোর্কের বাসিন্দা ব্যান্ডি শোওয়া মার্কিন গণমাধ্যম সিএনএনকে বলেন, ‘এরকম টর্নেডো আমি আগে দেখিনি। আমাদের ভাগ্য ভালো, এটি চলে গেছে।’

স্থানীয় বাসিন্দা কর্নেল নাইট ফরাসি সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েট প্রেসকে বলেন, ‘টর্নেডোর আগে আমি স্ত্রী ও তিন বছরের মেয়েকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে চলে যায়। গোটা আকাশ অন্ধকারচ্ছন্ন হয়ে যায়।’

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে মিসিসিপির গভর্নর তাতে রিভস লেখেন, ‘অনুসন্ধান ও উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েছে। তারা সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে।’

Leave A Reply

Your email address will not be published.