মুক্তি পেলো সাইমন-আইরিনের ‘মায়াবিনী’
আলমগীর, বিনোদন : জনপ্রিয় নায়ক সাইমন সাদিক ও নায়িকা আইরিন সুলতানা অভিনীত ‘মায়াবিনী’ ছবিটি মুক্তি পেলো আজ শুক্রবার। ভৌতিক গল্পে আকাশ আচার্য্য পরিচালিত ছবিটি সম্পর্কে সাইমন বলেন, এ ছবিতে দর্শক আমাকে ভিন্নভাবে দেখতে পাবেন। চেষ্টা করেছি পরিচালকের চাওয়া মতো অভিনয় করার। যেহেতু অনেকগুলো লুকে কাজ করতে হয়েছে মেকআপ ও গেটআপের ওপরে অনেক মনোযোগী হতে হয়েছে। আশা করছি আইরন ও আমার নতুন জুটিও দর্শকদের ভালো লাগবে। আকাশ আচার্য্য বলেন, ভৌতিক ছবি তৈরি করা নির্মাতার কাছে সবসময় একটা বাড়তি চ্যালেঞ্জ। চেষ্টা করেছি নিজের সেরাটা দেয়ার। আর বাণিজ্যিক ছবিতে নায়ক-নায়িকার প্রেম থাকে। ওই প্রেমটাকেও সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি। বাকিটা ছবিটি দেখার পর দর্শকরাই বিচার করবেন। ছবিতে সাইমন-আইরিন ছাড়া আরো অভিনয় করেছেন কাজী হায়াত, অমিত হাসান, শবনম পারভীন, হাসি ও বেশ কয়েকজন তৃতীয় লিঙ্গের অভিনয়শিল্পী।