মুজিবকে যারা ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিলো, তারাই মুছে গেছে

0 ১৬৫
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিলো, তারাই আজ মুছে যাচ্ছে ইতিহাসের পাতা থেকে।’

আজ রোববার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘৩২ নম্বরের সিঁড়িতে নিথর পড়ে থাকা শরীর শুধু একজন জাতির পিতার নয়, একজন স্বাধীনতার স্থপতির। সে রক্তাক্ত নিথর শরীর ছিলো সবুজ-শ্যামল বাংলার প্রতীক, মাটি ও মানুষের আজন্ম ধারকের বুক বিদীর্ণ করেনি বুলেট, করেছিলো তাঁরই অর্জিত বাংলাদেশের পতাকার মতো উদার লাল-সবুজের হৃদয়।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর হত্যার কুশীলবরা এখনো সক্রিয়, তারা চায় না দেশের উন্নয়ন হোক। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল হোক। তিনি বলেন, বিএনপির শাসনামলে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন হয়নি। তারা পাহাড়িদের সংঘর্ষে উসকে দিয়েছিলো। ১২ বছর আগের পার্বত্য চট্টগ্রাম আর আজকের পার্বত্য চট্টগ্রাম এক নয়। আজকে পাহাড়ি এলাকা উন্নয়ন আর অর্জনে সমৃদ্ধ।

এ সময় করোনাভাইরাসের গণটিকা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মানুষের  আগ্রহে ভাটা সৃষ্টি করার জন্য বিএনপি অপচেষ্টা করছে। ভ্যাকসিন নিয়ে কোনো সংকট হবে না। আগামী ছয় মাসের মধ্যে কোটি কোটি ভ্যাকসিন আসবে। একদিকে বিএনপি অপপ্রচার চালায় আবার সবার আগে গিয়ে ভ্যাকসিন গ্রহণও করে।

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে রাঙ্গামাটি প্রান্তে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুসা মাতব্বর প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.