মেসির নৈপুণ্যে শীর্ষে ফিরল বার্সেলোনা

0 ৩৭৬

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির গোলে প্রত্যাশিত জয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরেছে বার্সেলোনা। কাম্প নউয়ে রবিবার রাতে লা লিগায় গ্রানাদাকে ১-০ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি। খেলায় একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন তারকা মেসি।

এর আগে গত সেপ্টেম্বরে লিগে প্রথম দেখায় গ্রানাদার মাঠে ২-০ গোলে হেরেছিল বার্সেলোনা। তবে এবার ম্যাচে শিরোপাধারীদের পারফরম্যান্স ছিল এককথায় অসাধারণ। ৮৩ শতাংশ সময় বল দখলে রেখে আক্রমণের ঝড় বইয়ে দেয় তারা।

ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে যেতে পারতো বার্সা। কিন্তু অরক্ষিত আনসু ফাতির কোনাকুনি শট রুখে দেন গোলরক্ষক। ২১তম মিনিটে আরেকটি দারুণ সুযোগ পেলেও বলে পা লাগাতে পারেননি তরুণ এই ফরোয়ার্ড। পরে ৪৫তম মিনিটে আরও একটি সুবর্ণ সুযোগ মিস করে বার্সেলোনা। মেসির শট পোস্ট ঘেঁষে পাশের জাল কাঁপায়।

বিরতির পরও একইভাবে প্রতিপক্ষের রক্ষণে একচেটিয়া চাপ ধরে রাখে নতুন কোচ কিকে সেতিয়েনের দল। অবশেষে দুর্দান্ত গোছালো আক্রমণে ৭৬তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসি।

২০ ম্যাচে ১৩ জয় ও ৪ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৪৩। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।

Leave A Reply

Your email address will not be published.