মেসি ম্যাজিকেই জয়ের সরণীতে বার্সা

0 ৮১২

messi11111খেলাধুলা ডেস্ক : ফের মেসি ম্যাজিক! ফের জেয়ে সরণীতে বার্সেলোনা৷ অ্যাওয়ে ম্যাচে ওসাসুনার মাঠে ৩-০ গোলে দুরন্ত জয় পেল স্প্যানিশ জায়ান্টরা৷ জোড়া গোল করলেন দলের সেরা তারকা লিওনেল মেসি৷ অপর গোলটি আসে সুয়ারেজের পা থেকে৷ তবে এদিন জিতলেও প্রথমার্ধে গোল হয়নি৷ শুরুতে অনেক সুযোগ তৈরি করলেন লিওনেল মেসি, নষ্ট করলেন কিছু। তবে দ্বিতীয়ার্ধে পাসিং ফুটবলের অনন্য নির্দশন আর মেসি জাদুতে লা লিগায় টানা তিন ড্রয়ের পর দুর্দান্ত এক জয় তুলে নিল বার্সেলোনা। দুটি গোলে দারুণ অবদান রাখে জডি আলবা৷

এদিন মেসি গোল সংখ্যায় টপকে যান রোনাল্ডোকে৷ এবারের লিগে মেসির এটি একাদশ গোল। দশটি গোল করে আপাতত দ্বিতীয় স্থানে আছে তাঁর বার্সা সতীর্থ লুইস সুয়ারে৷ রিয়াল মাদ্রিদ তারকা রোনাল্ডোর গোল সংখ্যাও দশ।

বার্সায় এই জয়ের সুবাদে শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে তাদের পয়েন্ট পার্থক্য দাঁড়াল তিন৷ তবে এদিন রিয়ালও মাঠে নামবে৷ জিতলে ৬ পয়েন্টের পার্থক্য হয়ে যাবে৷ তবে রিয়ালের আক্রমণত্রয়ী রোনাল্ডো-বেঞ্জেমা-বেল এই ম্যাচে খেলছেন না৷

Leave A Reply

Your email address will not be published.