রাজশাহী প্রতিনিধি : মেয়র লিটনের পরিবারের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ অব্যাহত মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের পরিবারের পক্ষ থেকে মহানগরীর রিক্সাচালক, অটোরিক্সাচালক, ছিন্নমূল, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে উন্নত মানের ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টায় মহানগরীর ভদ্রা মোড়ে পাঁচ শতাধিক ব্যক্তির মাঝে ইফতার বিতরণ করেন শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্য সন্তান রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ইফতার সামগ্রী মেয়রের বাড়িতেই তৈরি করা হয়। বাকি রোজার দিনগুলোতে এইভাবে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হবে। ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, ২৬ নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, ২৬ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আখতার আহম্মেদ বাচ্চু, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম মিলু, সাধারণ সম্পাদক নওসাদ আলী সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Prev Post