মোজা পরলেই পায়ে দুর্গন্ধ হচ্ছে? মুক্তির উপায় জানুন

0 ৬৬৬

গরম কিংবা শীতে অনেকে মোজা পড়লেই দুর্গন্ধ হয়ে যায়।  এমনকি মোজার গন্ধের সঙ্গে পা থেকেও মারাত্মক গন্ধ বের হয়।  এজন্য লোকজনের সামনে মান সম্মানেরও হানি হয়।  আবার পা ঘেমে গেলেও লোকচক্ষুর ভায়ে জুতা খুলতে পারেন না অনেকে।  যাদের পায়ে এমন গন্ধ হয় কিছু বিষয় মেনে চললে সহজে এই গন্ধ থেকে মুক্তি পাওয়া সম্ভব। 

যে পদ্ধতিগুলো মেনে চললে আপনার পা কিংবা মোজা থেকে আর গন্ধ বের হবেনা। নিচে সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে।
১. জুতোর মধ্যে সামান্য বেকিং সোডা লাগিয়ে রাখুন।  পরদিন জুতোর ওই অংশটি মুখে পরিষ্কার করে জুতা পরুন।  দুর্গন্ধ থাকবে না।  তবে চামড়ার জুতার ক্ষেত্রে কখনো কেকিং সোড়া ব্যবহার করবেন না।

২. ব্যবহৃত মোজায় ২ টেবিল চামচ কেকিং সোডা রেখে বেঁধে জুতায় রেখে দিতে পারেন।  পরেরদিন সেই মোজায় দেখবেন কোন গন্ধ নেই।

৩. জুতোর মধ্যে এক টুকরো ফেব্রিক সফটনার রেখে দিন রাতে।  পরদিন সেটি বের করে জুতো পরুন।  গন্ধ একেবারে নেই হয়ে যাবে।

৪.স্নিকারস দুর্গন্ধমুক্ত রাখতে মাঝে মাঝে সামান্য লবণ ছিটিয়ে দিন। এক টুকরো কাপড় বা তুলা লবঙ্গ তেলে ভিজিয়ে জুতার মধ্যে রেখে দিন সারারাত। এতে করে জুতার দুর্গন্ধ দূর হবে।

৫.কয়েকটি লবঙ্গও ফেলে রাখতে পারেন। এছাড়া ব্যবহৃত টি ব্যাগ জুতার মধ্যে রেখে দিন। ঘন্টাখানেক পর টি ব্যাগ সরিয়ে ফেলুন। সূত্র: জি নিউজ

Leave A Reply

Your email address will not be published.