মোদিকে ‘চোর’ বলায় রাহুল গান্ধীর দুই বছরের জেল

0 ২৪৩
ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি: রাহুল গান্ধীর অফিসিয়াল টুইটার পেজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চোর সম্বোধন করায় কংগ্রেস ও বিরোধী দল নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) দেশটির গুজরাট প্রদেশের সুরাট শহরের আদালত তাকে এ সাজা দেন বলে খবর এনডিটিভির। তবে সাজা দিলেও রাহুলকে এ মামলায় জামিন দেয়ার পাশাপাশি রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ৩০ দিনের সময় দিয়েছে আদালত।

রায়ের পরপরই নিজের টুইটার হ্যান্ডেলে রাহুল লেখেন ‘সত্য ও অহিংসাই আমার ধর্ম। সত্য আমার ঈশ্বর , আর অহিংসা তার পথ’

২০১৯ সালে ভারতে লোকসভা নির্বাচনের সময় ওয়েনাডে এক নির্বাচনী জনসভায় পলাতক ব্যবসায়ী লোলিত মোদি ও নীরব মোদির নাম উল্লেখ করে তোপ দাগেন রাহুল। এসময় ভারত থেকে এ দুই ব্যবসায়ীর পালিয়ে যাওয়ার উদাহরণ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইঙ্গিত করে রাহুল বলেন ‘সব চোরের শেষে একই নাম –মোদি।’

এ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মানহানি ও অবমাননার দায়ে মামলা করেন বিজেপি নেতা ও  গুজরাটের তৎকালীন মন্ত্রী পুর্নেশ মোদি।

Leave A Reply

Your email address will not be published.