মোদীকে বাংলাদেশের মাটিতে পা রাখতে দেয়া হবে না

0 ৪২৬

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মানবতা, ইসলাম ও বাংলাদেশের দুশমন বলে আখ্যা দিয়েছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নেতৃবৃন্দ।

মুজিববর্ষ উপলক্ষে মোদীর ঢাকা সফরকে কেন্দ্র করে তাঁর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ওলামা মাশায়েখ নেতারা বলেছেন, ‘মুসলমানদের নির্যাতনকারী মোদীকে বাংলাদেশের মাটিতে পা রাখতে দেয়া হবে না। যেকোনও মূল্যে মোদীকে প্রতিহত করা হবে। জনগণ দল-মত নির্বিশেষে মোদীর আগমন প্রতিহত করবে।’

বৃহস্পতিবার (৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ভারতের দিল্লিতে সম্পূর্ণ অন্যায়ভাবে মুসলমানদের ওপর হামলা করা হচ্ছে, মসজিদে আগুন দেয়া হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দেয়া হচ্ছে, মুসলমানদের হত্যা করা হচ্ছে। এই নির্যাতন বিশ্বের কোনও মুসলমান সহ্য করবে না।’

বক্তারা আরও বলেন, ‘ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী সে দেশে সাম্প্রদায়িক সরকারের পৃষ্ঠপোষকতায় মুসলমানদের ওপর জুলুম-নির্যাতনের নীলনকশা তৈরি করেছে। ভারতজুড়ে চলা মুসলিম নির্যাতন বন্ধ না করলে মোদী সরকার বিশ্ব থেকে বঞ্চিত হবে।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- পরিষদের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি ওয়াহিদুল আলম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.