মোহনপুর প্রতিনিধি: রাজশাহী মোহনপুর উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কেন্দ্রীয় আওয়ামী লীগের অংশ হিসাবে রবিবার ( ৩০শে জুলাই) বিকালে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বিএনপি,জামায়াতের ষড়যন্ত্র, নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়ে রাজশাহী নওগাঁ মহাসড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড,আব্দুস সালাম,পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ। প্রধান অতিথি ছিলেন পবা-মোহনপুর-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।
আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, কেশরহাট পৌরমেয়র শহিদুজ্জামান শহিদ,সাবেক প্যানেল মেয়র রুস্তম আলী, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি সাহেদুজ্জামান মুত্তা,সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস, হযরত আলী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, দেলোয়ার হোসেন, বাবলু হোসেন,যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড,শাহিন শাহ, কৃষকলীগের মহসিন আলী,মহিলা আওয়ামী লীগের সভাপতি ডলি আক্তার, সেচ্ছাসেবক লীগের সভাপতি ইসরাফিল হোসেন রনি, সাধারণ সম্পাদক হমায়ূন কবীর,সাংগঠনিক সম্পাদক বিপুল রায়হান, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুবিনা খাতুন,ছাত্র লীগের সাধারণ সম্পাদক মুরশেদ আলী খান সহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।